জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ৩ ঘন্টা রাস্তা অবরোধ


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন / ৬০
জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ৩ ঘন্টা রাস্তা অবরোধ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহহাটঃ জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ৩রা আগস্ট বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের বাটার মোড় এলাকার সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সেখানে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। সেখান থেকে ছাত্ররা একটি গণ মিছিল নিয়ে মহাসড়ক দিয়ে সদর উপজেলা চত্বরের সামনে কিছুক্ষণ অবস্থান করেন সেখানে রাস্তায় টহলে থাকা ম্যাজিস্ট্রেট, আর্মি, পুলিশ ও বিজিবি গাড়ির সামনে “এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার” স্লোগানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিছিল নিয়ে সার্কিট হাউস মোড় ঘুরে মহাসড়ক দিয়ে পাঁচুরমোড় গিয়ে অবস্থান নেয়।

এ সময় জয়পুরহাট বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘোষিত ৯ দফা দাবি মেনে নেয়ার দাবি জানানোসহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় মহাসড়কেই দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করেন। দুপুর ৩ টা পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলে। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা চলে যায়। যাবার সময় শিক্ষার্থীরা পুলিশ ও পুলিশের গাড়িবহর দেখে সামনে দাঁড়িয়ে কিছু শিক্ষার্থী পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্য বলেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আমাদের সঙ্গে একত্বা ঘোষনা করেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ