মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাট কালাই উপজেলার মোলামগাড়ি এলাকায় মাইক্রোবাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, হিমু কাউসার (২৮) নামে একজন নিহত হয়েছে।
এ ঘটনায় রিফাত (২২) নামে আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে মোলামগাড়ি-ক্ষেতলাল আঞ্চলিক সড়কের আওলাই নামক স্থানে এ দূঘটনা ঘটে।
নিহত- হিমু কাউসার কলাই থানার করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ক্ষেতলাল গামী একটি মাইক্রোবাস মোলামগাড়ী সড়কের আওলাই নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত রিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :