মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে বৃস্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে শহরের বাটার মোড় সড়ক অবরোধ করেছে। জুমার নামাজ শেষে ছাত্র আন্দোলনর কার্যক্রমে শহরের বিভিন্ন স্থান থেকে সমবেত হতে থাকে ছাত্ররা। ছাত্র আন্দোল কর্মসূচিতে সমবেতকালে সড়ক জয়পুরহাট সরকারি কলেজ অনার্স ৪র্থ বর্ষের ছাত্র নাজমুস সাকি (২৭) নামে এক ছাত্র সদস্য কে আটক করে পুলিশ। থেকে পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনে সেই ছাত্র সদস্যকে উদ্ধারের দাবিতে বিকেলে আন্দোলনকারী ছাত্রদের এক ঘন্টার আল্টিমেটামের তোপে পড়ে পুলিশ। ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিলে আন্দোলনকারী সড়ক অবরোধ তুলে নেয়।
শুক্রবার (২ আগস্ট) পুর্ব ঘোষিত অনুযায়ী জয়পুরহাটে শিক্ষার্থীরা জুমার নামাজ শেষে শহরের রামদেও সরকারি বাজলা স্কুলের সামনে সমবেত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। ধীরে ধীরে শিক্ষার্থীরা সমবেত হওয়ার চেস্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ২ টার দিকে সেখান থেকে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করে শহরের নতুন হাট এলাকায় সমবেত হয়। সেখান থেকে গণ মিছিল নিয়ে শহরের বাটার মোড়ে এসে মুল সড়কে অবরোধ করে। এরপর শিক্ষার্থীরা আটক শিক্ষার্থীকে দ্রুত ছেড়ে দেওয়ার আল্টেটাম বেঁধে দেয়। এরপর পুলিশ আটককৃত নাজমুস সাকিবকে ছেড়ে দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং বাটার মোড় থেকে মিছিল করে পুনরায় নতুনহাটে গিয়ে শেষ হয়।
প্রায় ঘন্টাব্যাপী অবরোধ চলাকালীন সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে।
আপনার মতামত লিখুন :