জয়পুরহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন / ১৮৮
জয়পুরহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি’র সীমান্ত সংলগ্ন গ্রামের অসহায় দরিদ্র ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পত্নীতলা ১৪ ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হামিদ উদ্দিন।

এ সময় পত্নীতলা ১৪ ব্যালিয়নের উপ অধিনায়ক মেজর শাফায়েত জামিল অর্নব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, কড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মহিদুল ইসলাম সহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পত্নীতলা ১৪ ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বলেন, আমরা রাত দিন ২৪ ঘন্টা আমাদের দৃঢ় পদক্ষেপে আমাদের সীমান্ত সুরক্ষা করে যাচ্ছে মাদকবিরোধী, মানব পাচার ও অন্যান্য পাচার এবং সীমান্তবর্তী অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আমরা দেশ ও দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সে কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া বর্ডারে প্রায় ২০০ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করছি আমাদের এই মানব কল্যাণের কার্যক্রম অভিযানিক কার্যক্রমের মাধ্যমে চলমান থাকবে। ভবিষ্যতে আমরা এরকম মানুষের পাশে এসে সীমান্তবর্তী যে সকল মানুষের দুর্দশার মধ্যে আছে তাদের পাশে সব সময় আমরা দাঁড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ