মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৪ এ বিজয়ী শিক্ষার্থী মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ দিকে ( ৯ জুলাই ) সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার ( ভূমি ) আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, সেরা শিক্ষার্থী, সেরা স্কাউট রোভার সহ বিভিন্ন পর্যায়ের মোট ৭৬ জন সেরা বিজয়ীদের সনদ, ক্রেস্ট পুরস্কৃত করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :