জয়পুরহাটে পূজার সময় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন / ৩৮৭
জয়পুরহাটে পূজার সময় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পারুলিয়াতে নিজ বাড়িতে সন্ধ্যাকালীন দিওর পূজা করার সময় আগুনে পুড়ে এক অর্ক (৩) শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ প্রসঙ্গে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত অর্ক জয়পুরহাট সদরের পারুলিয়া গ্রামের শয়ন মন্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর নিজ বাড়িতে সন্ধ্যা কালীন দিওর পূজার প্রদীপে আগুন জ্বালিয়ে নিহত অর্কের মা রান্না করতে যায়। এসময় শিশুটি শাড়ি পড়ে খেলা করার সময় ভুলবশত প্রদীপের আগুন শাড়িতে লাগে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর জানান, জয়পুরহাট শহরের পারুলিয়া গ্রামে আগুন লেগে এক শিশুর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ