মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা বেগম কে জেলার পুরানাপৈল থেকে এবং নওগাঁর বদলগাঁছীতে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে বল প্রয়োগ করে ধর্ষণ মামলার আসামি আসাদুজ্জামান কে পাঁচবিবির কুড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তারা জানান, মামলার রায় হওয়ার পর থেকেই জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩ টায় আমিনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে আরও একটি পৃথক অভিযানে নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার চাঁপাইনগর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী আসাদুজ্জামান দিপু কে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করেছে।
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃত আমিনা বেগমকে পাঁচবিবি থানায় ও আসাদুজ্জামান কে বদলগাঁছী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :