মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ছোট যমুনা নদীর প্রায় আটটি পয়েন্টে ড্রেজার মেশিন দ্বারা বোরিং করে হচ্ছে বালু উত্তোলন। অদৃশ্য ক্ষমতার বলে চলে বালু উত্তোলন দিনে ও রাতে। প্রশাসনের নাকের ডগায় চলছে যেন, অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব।
সরজমিনে দেখাযায়, জয়পুরহাটের ছোট যমুনা নদীর সদর উপজেলার ৪ টি স্থানে ও পাঁচবিবি উপজেলার ৪ টি স্থানে অবৈধ বালু ব্যবসায়ীরা এসব বালু উত্তোলন করে যাচ্ছে। কারও আবার চলে দুটি স্থানে বালু উত্তোলন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হচ্ছেনা। আবার এলাকাবাসীরা বালু-মহলের ক্ষমতার ভয়ে, ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হয়ে, এরিয়ে যান তারা।
এ উত্তোলনের ফলে নদী গর্ভে বিলিন হচ্ছে ফসলি জমি। এ কারণে বন্যার সময় হুমকির মধ্যে রয়েছে নদী তীরবর্তী গ্রামগুলো।
এ ব্যাপারে পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, কেউ সরকারি নিয়ম-নীতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এডিসির রেভিনিউ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :