জয়পুরহাটে কোটা আন্দোলনে উত্তালে ছাত্র-ছাত্রীরা


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন / ৭০
জয়পুরহাটে কোটা আন্দোলনে উত্তালে ছাত্র-ছাত্রীরা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগরে ছাত্র মোঃ কামরুল হাসান জিম এর নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান হতে শুরু করে জয়পুরহাট শহরের প্রধান সড়ক দিয়ে সার্কিট হাউজ মোড়ে, প্রধান রাস্তার উপর কিছুক্ষণ অবস্থান করে। সেখান থেকে সার্কিট হাউজ মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোছাঃ শাহনাজ পারভীন খুশি ( সংগঠক, কোটা সমন্বয়ক কমিটি জেলা শাখা), মোঃ মাইনুল হাসান রিসালাত (প্রধান সমন্বয়ক, কোটা সমন্বয়ক কমিটি জেলা শাখা), মোঃ আসাদ, (সদস্য, কোটা সমন্বয়ক কমিটি জেলা শাখা), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোছাঃ সাদিয়া আক্তার ( সদস্য, কোটা সমন্বয় কমিটি জেলা শাখা), মোঃ নাজমুল হাসান জীবন (সদস্য, কোটা সমন্বয়ক কমিটি জেলা শাখা) সহ আনুমানিক প্রায় দুই শতাধিক বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

জানাগেছে, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে এবং বিক্ষোভ মিছিল করে। এদিকে সড়ক অবরোধ করে
শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে  যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পরেন  যাত্রীসহ সাধারণ মানুষ। তবে চলাচলকৃত যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের।

এ সময় শিক্ষার্থীরা গর্জে ওঠে ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার।’ কে বলেছে, কে বলেছে, সরকার-সরকার’। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি তুলে আন্দোলন করে। সেখানে তাদের ওপর হামলা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা।

অপরদিকে শিক্ষার্থীরা দাবি আদায়ে সড়ক অবরোধ করায় অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মোতায়েন করা হয়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ