মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ অস্ত্র ও মাদকসহ ০৭ টি মামলার কুখ্যাত সন্ত্রাসী তসলিম কে জয়পুরহাটের জিতারপুর থেকে আটক করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল ২৯ ফেব্রুয়ারি রাত ০২.৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান ও ৭ পিস ট্যাপান্টাডলসহ তাকে আটক করে। এ সময় তার সঙ্গী রাব্বি কৌশলে পালিয়ে যায়।
আটককৃত তসলিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এবং পলাতক রাব্বি ইউনুস আলীর ছেলে।
সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত।
আপনার মতামত লিখুন :