লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন সাবেক ছাত্রনেতা এড. নজরুল ইসলাম। তিনি দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় ও কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে জয়লাভের পর দালাল বাজার ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন।
নজরুল ইসলাম বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমি তাদের প্রত্যাশা পূরনে কাজ করবো। দালাল বাজার ইউনিয়ন হবে একটি শান্তিপূর্ন ইউনিয়ন। পরিষদের সকল সেবা যাতে সহজেই জনগন গ্রহন করতে পারে সে বিষয়ে আমার সর্বাত্রক প্রয়াস থাকবে। এছাড়া একটি আধুনিক ইউনিয়ন পরিষদ নির্মান ও দালাল বাজারের উন্নয়নে সকলের সহযোগিতায় প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, একার পক্ষে কখনো একটি সুন্দর ইউনিয়ন গঠন করা যাবে না। সে ক্ষেত্রে এলাকার স্বার্থে সকল শ্রেনী পেশার জনগনকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় একটি স্মার্ট ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
আপনার মতামত লিখুন :