চবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন / ৩২৯
চবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গ্রুপ দুটি হলো ছাত্রলীগের ভিএক্স ও সিক্সটি নাইন। দুটি গ্রুপই সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।

জানা যায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এরপর হলে এই ঘটনা ছড়িয়ে পড়লে দুই গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়ায়।

আহতরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো মানিক, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মামুন ও ২০১৭-১৮ শিক্ষবার্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ পরান। এর মধ্যে মো. মানিক ও মো. মামুন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, তিন জন ছেলেকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সময় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আমরা পুলিশসহ ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করা চেষ্টা করা হচ্ছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ