রাজবাড়ী প্রতিনিধি। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টা থেকে দূর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যাত্রীবাহি পরিবহন, পণ্যবাহি ট্রাক ও ব্যাক্তিগত গাড়ি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ খালেদ নেওয়াজ বলেন, সন্ধ্যা থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে নয়টার দিকে কুয়াশার কারণে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে ২ টি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।
আপনার মতামত লিখুন :