গৃহপরিচারিকা সুলতানা নিখোঁজ


প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন / ১৫০
গৃহপরিচারিকা সুলতানা নিখোঁজ

শাহ্ আলম: গত ২৭ এপ্রিল মিরপুর -২ এর কে এম রশিদুল হাসানের বাসা নং-১০২২, পুর্ব মনিপুর এর গৃহপরিচারিকা সুলতানা (১৫ ) পিতাঃ মোঃ কালাম, সাং-৪২৮ দক্ষিন মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬। আনুমানিক সকাল ৬.০০ মিনিটে বাসা হইতে না বলিয়া চলিয়া যায়। বাড়ির সিসিটিভি ফুটেজে ব্যাপারটা নিশ্চিত হইয়া বিভিম্ন জায়গায় তাহাকে খোজাখুঁজি করিয়া ও না পাওয়া গেলে তাহার পিতার বাসস্থানে গিয়ে জানতে পারা যায়, তাহার পিতা উক্ত বাসা থেকে ২ মাস পূর্বেই চলিয়া গিয়াছে। মেয়েটি যাবার সময় তাহার কাপড় রাখার ব্যাগ এবং বাড়ির ভিতরে ওয়ারড্রব/আলমারির ড্রয়ারে রক্ষিত ১০,০০০ (দশ হাজার) টাকা নিয়ে যায়।

মেয়েটির উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং- শ্যামবর্ণ, মুখের আকৃতি গোলাকার । বাড়ি থেকে বেড় হওয়ার সময় সুলতানার পরনে ছিল পেস্ট কালারের কামিজ, সাদা পাজামা ও কালো ওড়ানা।

বিভিন্ন জায়গায় খোঁজ করিয়া না পাইয়া,গৃহকর্তা, রশিদুল ইসলাম, মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং- ৯৪, তাং- ০১/০৫/২০২৪ ইং।

কোন স্ব-হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেলে নিচের মোবাইল নম্বর এ অথবা মিরপুর মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন গৃহকর্তা কে এম রশিদুল হাসান,মোবাইল: ০১৯১৪০৬৪৭৩০।