গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতি রেখে অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই-স্বপন


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন / ১৭৯
গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতি রেখে অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই-স্বপন

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতি রেখে অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই, বুধবার বিকেল ৫ টায় জয়পুরহাটে কালাই উপজেলা পরিষদের হল রুমে ৪৫টি গ্রামীন রাস্তা ও ব্রীজের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, পৌর মেয়র রাবেয়া সুলতানা, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সালাম আকন্দ, পৌর মেয়র আলম চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মন্তব্যে বলেন- বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতীত অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। সাত অনুচ্ছেদের সাতের ‘ক’ অনুযায়ী যদি কোন ব্যক্তি নির্বাচন ব্যতি রেখ অন্য কোন মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা পরিবর্তণ বা সরকার পরিবর্তনের প্রচেষ্টা চালায়। যদি সংবিধানের পথে জনগণের অনাস্থা সৃষ্টি হয়, এ ধরনের কর্মকাণ্ড যদি কেউ পরিচালনা করেন তাহলে সে ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ দন্ডে দন্ডিত হবার মতো অপরাধ করবেন বলে জানান তিনি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ