খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত


প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন / ৮৫
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আরিফ হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে খুলনা মহানগরীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত আরিফ খুলনার দিঘোলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা আরিফ হোসেনকে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়াগুলি তার কানের পাশে ও বুকের বাম সাইডে বৃদ্ধ হয়।পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ