খুলনা ব্যুরো ঃ খুলনার বটিয়াঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদক, সেনাবাহিনী ও পুলিশের পোশাক ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ বেলা ১১ টায় খুলনার রূপসা কোস্ট গার্ড স্টেশনে পশ্চিম জোনের দায়িত্বরত কর্মকর্তা লেঃ মাহবুব হোসেন এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর দিবাগত রাতে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন ও তার সহযোগী ফুজ্জাত আলীকে আটক করে। এ সময আটককৃতদের নিকট থেকে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, সেনাবাহিনী ও পুলিশের পোশাক ও আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয় । প্রেস ব্রিফিংয়ে লেঃ মাহবুব হোসেন জানান, মাদক কারবারী ও প্রতারক চক্রের সদস্যরা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আপনার মতামত লিখুন :