কুমিল্লায় প্রথম নারী মেয়র, ডা. তাহসিন বাহার সূচনা


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন / ২২৮
কুমিল্লায় প্রথম নারী মেয়র, ডা. তাহসিন বাহার সূচনা

দেশের অন্যতম ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতেই ভোটগ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা।

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে সূচনা।

১০৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে সূচনা বাস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুবারের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬৮৯৭ ভোট।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন ১,৩৯,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫,৭৬৩ ভোট।

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৫ জন। ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

২০১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

এছাড়া কুমিল্লা সিটির এ উপনির্বাচনে ভোট কেন্দ্র ১০৫টি। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

গত ৩ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ