কালাইয়ে শ্লীলতাহানি যৌন নিপীড়নের শিকার ৯ শ্রেণীর ছাত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৮:২৬ অপরাহ্ন / ২৬৩
কালাইয়ে শ্লীলতাহানি যৌন নিপীড়নের শিকার ৯ শ্রেণীর ছাত্রী

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাট কালাই উপজেলার কাটারহার রউফিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরির) বিরুদ্ধে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানী করার অভিযোগ উঠছে।

এ ঘটনায় শিক্ষার্থীর দাদা কালাই থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকতা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নভেম্বর মাসের ৯ তারিখে পরীক্ষার জন্য ক্লাসে গেলে তাকে একাই পেয়ে ক্লাস রুমেই পিছন দিক থেকে জোড় করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপিড়ন করেন।

শিক্ষাথীর দাদা অভিযোগকারী জানান, আমার নাতনি সেদিন মাদ্রাসা থেকে বাসায় এসে আমাকে জানালে আমি মাদ্রাসার সুপারকে বিষয়টি মৌখিকভাবে জানালে তিনি কোন ব্যবস্থা নেননি।

তিনি বলেন, গতকাল সোমবার আমি আবারও মাদ্রাসার সুপার বরাবর একটি অভিযোগ দিলে তিনি কোনই ব্যবস্থা না নেওয়ায়৷

বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য৷ কালক্ষেপণ করায় মাদ্রাসার সুপার আঃ আলিম ও ওই মাদ্রাসার কেরানি লিটন সহ তিনজনের নামে থানায়, অভিযোগ করি। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও মাধ্যমিক শিক্ষা কর্মকতা বরাবর অভিযোগের অনুলিপি দেই।

এবিষয়ে মাদ্রাসার সুপার আব্দুল আলিম জানান, আমরা এই ঘটনাটি নিয়ে অভিযুক্ত আমিনুরকে নোটিশ করবো এবং ম্যানেজিং কমিটির মিটিং ডেকে তার একটা ব্যবস্থা নেওয়া হবে।

তবে এবিষয়ে অভিযুক্ত আমিনুর সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মনোয়ার হোসেন জানান, আমি এই বিষয়ে একটা অভিযোগের অনুলিপি কপি পেয়েছি, তিনি বলেন এ বিষয়ে কমিটিই ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসীম আল বারী জানান আমাদের কাছে একটি অভিযোগ এসেছে৷ ৯ তারিখের একটি ঘটনা
তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ