মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ আনারস ও মোটরসাইকেল প্রতীকের পাল্টাপাল্টি সমাবেশ জয়পুরহাটের কালাই পৌরসভায় বাস স্ট্যান্ড চত্বরে পৃথক দুই স্থানে প্রতিবাদ সমাবেশ স্থগিত করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
জেলা প্রশাসন এক নির্দেশের মাধ্যমে জানিয়েছেন, কালাই উপজেলা পরিষদ নির্বাচনে মিন ফজুলুর রহমান মিলন মোটরসাইকেল প্রার্থী ও তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকের প্রার্থীরদের সমাবেশ আহ্বান করেন।
এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশংকা দেখা দেয়। যে কারণে সোমবার (৬ মে) দুপুর ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত উপজেলা পৌর এলকায় বাস স্ট্যান্ড চত্বরসহ আশপাশের এলাকায় জেলা প্রশাসকের নির্দেশনায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কালাই থানার ওসি ওয়াসিম আল বাড়ি বিষয়টি নিশ্চিত করেছেন৷
সমাবেশ স্থগিতের মৌখিক আদেশ জারির খবর মাইকে ঘোষণা করার পর উভয়পক্ষ সভাস্থল থেকে সরঞ্জাম সরিয়ে নিয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :