কথায় আছে সরকারি মাল, দরিয়ামে ঢাল। এই কথার বাস্তব চিত্র খুঁজে পাওয়া যায় কৃষি বিভাগে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাচারিতা, বরাদ্দারে চেয়ে অতিরিক্ত অর্থ ব্যায়, বিদেশ ভ্রমন না করেও টাকা লুটপাটসহ বিস্তর অভিযোগ উঠেছে।
এই প্রকল্প নিয়ে অডিট রিপোর্টে দেখা যায়, ২০২১-২২ অর্থ বছরে এই প্রকল্পে প্রদর্শনী খামার খাতে বরাদ্দ ছিলো ১৩ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকা। কিন্তু প্রকল্পে অতিরিক্ত ব্যায় করা হয়েছে ৬ কোটি ৮০ লাক্ষ টাকার বেশি। এখানেই শেষ নয়, করোনা সংকটের মধ্যেও বিদেশে প্রশিক্ষণের জন্য ১৬ লাখ টাকা তোলা হয়েছে প্রকল্প থেকে। ডিপিপিতে পিএসসি এবং পিআইসি নির্ধারিত সদস্যের বাইরেও ১৩ লাখ টাকার অতিরিক্ত সম্মানি ভাতা প্রদান করা হয়েছে। যেখানে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর কোন সুযোগ নেই সেখানে প্রায় সাড়ে ৪৮ লক্ষ টাকা অতিরিক্ত ব্যায় করা হয়েছে এই প্রকল্পে।
অডিট রিপোর্টে অনিয়মের এসব তথ্য উঠে এলেও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান পাত্তাই দিলেন না অডিট রিপোর্টকে। উল্টো তার দাবি, অডিট রিপোর্টের জবাব দেয়া হয়েছে।
অন্যদিকে, প্রকল্পের হিসাব রক্ষণ কর্মকর্তা বলছেন, সমন্নয় করা হয়েছে অতিরিক্ত ব্যায় হওয়া টাকাও। ফেরতে দেয়া হয়েছে বিদেশ ভ্রমণের জন্য তোলা অর্থও।
সরকারি অর্থ অপচয় ও লুটপাটের নজিরবিহিন দৃষ্টান্ত স্থাপন করা এই প্রকল্পের সাফল্য অর্জনের ঝুলিতে খুব একটা না এলেও, গুটি কয়েক ব্যাক্তির পকেট ভারি হয়েছে ঠিকই।
আপনার মতামত লিখুন :