নাম জয়তারা বেগম (৪৫) স্বামী লাল খাঁ মিয়া গ্রাম-খাগালিয়া,ইউপি -ভলাকুট, উপজেলা -নাসিরনগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া,উচ্চতা প্রায় ৫ ফুট গায়ের রং শ্যমলা দুই ছেলে দুই মেয়ের জননী।তার মাথায় সামান্য সমস্যা রয়েছে।তিনি গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে বাড়ি থেকে কাউকে কোন কিছু না বলে বেরিয়ে গেলে আজ পর্যন্ত বাড়িতে ফেরেনি।আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজা খোঁজি করা হয়েছে।এ বিষয়ে থানায় কোন সাধারণ ডায়েরী করা হয়নি,তবে প্রস্তুতি চলছে।
কোন সুহৃদয়বান ব্যাক্তি উক্ত মহিলাটির সন্ধান পেলে নীচের নাম্ভারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
ভাই মোঃ সাবাস আলী ০১৭৬৩৬১২২৫৫,ছেলে মোঃ হুমায়ুন ০১৭৪৭৪৭৬৩৮৫
আপনার মতামত লিখুন :