একটি গোষ্ঠী নেতিবাচক প্রচারণা করে সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে : রিজওয়ানা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন / ২৪
একটি গোষ্ঠী নেতিবাচক প্রচারণা করে সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে : রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘সেন্টমার্টিন নিয়ে শুধু শুধুই পানি ঘোলা করা হচ্ছে’ উল্লেখ করে বলেছেন, ‘একটা গোষ্ঠী রয়েছে যারা নেতিবাচক প্রচারণা করে অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।’

সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনি কি সেন্টমার্টিনটা আগে বাঁচাবেন, নাকি পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাবেন? যেভাবে করে সেন্টমার্টিনে এখন পর্যটন চলছে এটাকে আমার পক্ষে শিল্প বলা সম্ভব না। আমারা সেন্টমার্টিনটাকেও বাঁচাব, একই সঙ্গে পর্যটনটাও বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমেই প্রকাশ পেয়েছে যে- সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিতভাবে হোটেল-মোটেল হচ্ছে। কোরাল তুলে নিয়ে হোটেলে লাগানো হচ্ছে। পর্যাটকেরা গিয়ে কোরাল তুলে ফেলছে।’

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে কোরাল দ্বীপে রাত্রিযাপন তো দূরে থাক, দিনে বেলা আপনাকে নিয়ে যাবে এক থেকে দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে আসবে।’

উপদেষ্টা রিজওয়ানা জানান, আমরা সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ করিনি। সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

এসময় বন্যপ্রাণীর অধিকার নিয়েও কথা বলেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

তিনি বলেন, ‘শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’

বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং বলে উল্লেখ করেন তিনি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ