২০২২ সাল থেকে শুরু হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। তবে এই যুদ্ধ এবার শেষ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কূটনীতির মাধ্যমে আগামী বছরই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চান তিনি।আর তাই দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান নিশ্চিতে ইউক্রেনকে সম্ভাব্য সবকিছুই করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্স।শনিবার (১৫ নভেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন জেলেনস্কি।
সাক্ষাৎকারে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন এবং এতে রাশিয়া আরও অগ্রসর হচ্ছে বলে স্বীকার করেছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানে শান্তি চুক্তিতে রাজি হতে আগ্রহী নন।
গত ৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে তার সম্ভাব্য প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন আইন। জেলেনস্কি বলেছেন, মার্কিন আইন অনুযায়ী আগামী জানুয়ারিতে অভিষেকের আগে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আইন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি কোনও মার্কিন দূত অথবা উপদেষ্টার পরিবর্তে কেবল মার্কিন প্রেসিডেন্টের কথোপকথনে গুরুত্ব দেব।’‘আমাদের পক্ষ থেকে আগামী বছর এই যুদ্ধ শেষ করার জন্য আমরা সবকিছুই করবো। কূটনতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই যুদ্ধ অবসানের চেষ্টা চালাবো বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।’
আপনার মতামত লিখুন :