আওয়ামীর লীগ কচুপাতার ভোরের শিশির বিন্দু নয়, যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের একটি মজবুত ভিত্তি আছে। যা বিএনপির নাই। আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশের মাটিতে, মানুষের মনের মধ্যে। বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসে রাজনীতি করতেন তাই তিনি বাংলাদেশে নয় সারা বিশ্বের মানুষের কাছে ভালোবাসার পাত্র ও প্রিয় নেতা ছিলেন। রাজনীতি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে, বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, খেলা হবে যারা আগুনে মানুষ পুড়িয়েছে, ভুয়া ভোটার তালিকা করেছে। দূনীতি করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে আগামী জানুয়ারীতে নির্বাচনে।
উত্তরে এখন মংঙ্গা নেই। উত্তর ও দক্ষিণ নয় সারা বাংলার জন্য কাজ করছে জননেত্রী শেখ হাসিনা । শেখ হাসিনার খাঁটি সৈনিক হতে হলে মানুষকে ভালোবাসতে হবে।
গত ১৫ জানুয়ারি নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের উদ্যাগে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার অসহায় মানুষের মাঝে ৩০ হাজার কম্বল বিতরণ করেন তিনি।
তিনি আরো বলেন, দেশে পদ্ম সেতু হয়েছে, মট্রো রেল চালু হয়েছে, বঙ্গবন্ধু ট্যালেন । বগুড়া থেকে বুড়িমাড়ী ও পঞ্চগড় পর্যন্ত ৬ লেন রাস্তার কাজ চলমান রয়েছে। উত্তরের মংঙ্গা এখন জাদু ঘরে বন্দি হয়েছে। দূর্দিন আর উত্তরের মানুষের মধ্যে নাই, এটি সম্বব হয়েছে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের জন্য।
শীতবস্ত্র অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমস্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, ডাঃ রেবেকা, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও বগুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপত্বিতে করেন রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। আরো উপস্থিতি ছিলেন রংপুর বিভাগের ৮ জেলার আওয়ামাী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। আমরা ২০০৯ সালে যখন ক্ষমতায় বসি তখন আমাদের অবস্থান ছিলো ৬০তম। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে ৬০ থেকে ১০০ নম্বরে নিয়ে যেতো। এ কারণে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসবে না কোনো দিন। ইনশাআল্লাহ নৌকার জয় হবে। তিনি আরো বলেন, আমরা শুধু অর্থনীতিতে না পৃথিবীর ৪০তম সামরিক শক্তির দেশে পরিনত হয়েছি।
আপনার মতামত লিখুন :