আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন / ৩৬
আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ না করা ও নমিনেশন প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিনার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় জেলা আদালত চত্ত্বরে নমিনেশন প্রত্যাহারে এর জন্য বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের দোসরা এখনো বিভিন্ন জায়গা থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। হাসিনার দোসর কিছু আইনজীবীরা বিগত দিনে বিচার ব্যবস্থাকে নগ্ন হস্তক্ষেপ করে ধ্বংসের দাঁড় প্রান্তে এসে দাঁড় করিয়েছে। এজন্য আগামী ৩০ শে জানুয়ারি নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাসিনার কোনো দোসরদের অংশগ্রহন নওগাঁর সাধারণ ছাত্রজনতা মেনে নিবে না। তাঁরা যদি নিজ ইচ্ছায় নির্বাচন থেকে বিরত থাকা ও নমিনেশন প্রত্যাহারের জন্য আজ বিকেল ৩ টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন। বিকেল ৩ টার মধ্যে নমিনেশন প্রত্যাহারের না করলে অবস্থান কর্মসুচীর ঘোষণা করা হয়। এসময় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদনান সাকিব, রাফি রেজুয়ান,আরমান হোসেন ,আবদুল মোমিন, মোহতাসিম কবির সহ কমিটির সদস্যরা। বিক্ষোভ শেষে নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সকলের সাথে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।