অবসর নিচ্ছেন না মেসি, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন / ৬২৫
অবসর নিচ্ছেন না মেসি, আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা

আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে। লিওনেল মেসির হাত ধরে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ ফাইনালের আগে তার একটা কথা তার অবসরের গুঞ্জনের জন্ম দিয়েছিল। তবে মেসি  আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বয়সটা ৩৫ হলেও এখনো যেন দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে থেকে খেলে যাচ্ছেন মেসি। বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বলও।

গত ১৪ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালটা শেষ করেই মেসি জানিয়েছিলেন অবসরের কথাটা। সেই কথার কারণেই এত গুঞ্জন। বলেছিলেন, ‘রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’

এরপরই শোনা যাচ্ছিল গুঞ্জন। এটাই নাকি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ! সেই ‘শেষ’ ম্যাচে মেসি জিতেছেন আজন্ম সাধের বিশ্বকাপ।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

এরপরই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো।’

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ