অপেক্ষায় ছিলাম, ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাব: তাহসিনা রুশদীর


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন / ৩৭
অপেক্ষায় ছিলাম, ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাব: তাহসিনা রুশদীর

বাংলাদেশে গুমের সংস্কৃতি স্থায়ীভাবে বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ‘গুম হওয়া’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম, ফ্যাসিস্ট সরকার পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাব। কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করে এখনো তাঁর কোনো সন্ধান পাইনি।’

আজ রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌরসভার অলংকারী এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মরহুম তেরা মিয়া ও সুফিয়া বেগম স্মরণে তাঁদের পরিবারের সদস্যরা বিনা মূল্যে এই চক্ষু ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় চার শ রোগী সেবা নেন। পুরো ক্যাম্প তত্ত্বাবধায়ন করেন চিকিৎসক মো. শামছুল ইসলাম।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ৩:৫৬ অপরাহ্ণ
  • ৫:৩৬ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ