অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে- মির্জা ফখরুল


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন / ৩৫
অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে- মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারকাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে,সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। আমাদেরকেও সহনশীল হতে হবে।যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে।
দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙ্গে পড়েছিলো।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গেছিলো। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হলো আজ উদ্বোধন করা হলো। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা  বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ