অনেকে ভোট দেয় নি, তারপরও আমরা এখন জনগনের এমপি: নয়ন


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৭:২১ অপরাহ্ন / ১৬১
অনেকে ভোট দেয় নি, তারপরও আমরা এখন জনগনের এমপি: নয়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকে ভোট কেন্দ্রে যায় নি। ভোট দেয় নি। যেহেতু আমরা লক্ষ্মীপুরের ৩টি আসনে নৌকা এবং একটিতে স্বতন্ত্র নির্বাচিত হয়েছি, তাই আমরা এখন জনগনের এমপি। যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নি তাদের প্রত্যেকের এমপি আমরা।

সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি জনগণের কাঙ্ক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

এছাড়া তিনি বলেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। টানা ৪র্থ মেয়াদে এবং ৫বাবের মতো প্রধানমন্ত্রী হবেন। তাই লক্ষ্মীপুরের পক্ষ থেকে অগ্রীম অভিনন্দন জানাচ্ছি। আমরা লক্ষ্মীপুরের ৪টি আসনের নির্বাচিত সংসদ সদস্যরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক ) আসনে নৌকার প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২’শ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম (ঈগল) প্রতীকের (স্বতন্ত্র) সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮। এ আসনে ৩২.৯৭% ভোট কাষ্ট হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে গোলাম ফারুক পিংকু, ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র আব্দুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন। আব্দুল্লাহ আল-মামুন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

জেলার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪টি আসনে ১৪ লাখ ৯৬ হাজার ৫’শ ৯৬ ভোটার রয়েছে। তার মধ্যে ২৬ দশমিক ২৫% ভোট কাষ্ট হয়েছে।